মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহ্যবাহী সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সৌজন্যে "পবিত্র কোরআন তেলাওয়াত, গজল, আযান ও কুইজ প্রতিযোগীতা ২০২৪" অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত এ ইসলামিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর হাফিজিয়া মাদ্রাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবুল হোসেন।
সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি সহিদুর রহমান পাবেল উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, বড়ডহর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আজিজ, পরিচালনা কমিটির সাধারণ আব্দুল বাছিত, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আখলিস মিয়া, সাবেক ইউপি সদস্য তৈমুজ খান, হযরত মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াত, গজল, আযান ও কুইজ প্রতিযোগীতায় প্রায় ৪ শতাধিক প্রতিযোগ অংশগ্রহণ করেন। ইসলামিক এ প্রতিযোগীতায় প্রধান বিচারক ছিলেন বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (চায়না) ডিপ্লোমা ইন ইলেকট্রো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (এস.পি.আই) ইঞ্জিনিয়ার- মেইনটেনেন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিলেট মাউন্ট এডোরা হসপিটাল হাফেজ ক্বারী ইঞ্জিনিয়ার এমদাদুল হক দেলোয়ার। অন্যান্য বিচারকমণ্ডলী হলেন বাহাদুরপুর হাফিজিয়া আলিয়া মাদরাসার সুপার মাওলানা ক্বারী মোঃ সাইদুল ইসলাম, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ক্বারী মোঃ শিহাব উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি সহিদুর রহমান পাবেল।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com