মৌলভীবাজারের জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা বেগম।
প্রকল্পের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছইফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিজ্ঞ আইনজীবী এডভোকেট হারুন উর রশিদ, পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমেদ রুলন, বৃত্তি প্রকল্পের পরিক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু, বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা আব্দুল মুহিত ফয়ছল, উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিকা জান্নাত, মোঃ তজমুল আলী, সাচ্চু মিয়া, সফিক উদ্দিন, শামছুল ইসলাম নুনু, পরিচালনা কমিটির সদস্য ফজলুল মোহাইমিন, তাজ উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কান্তি রায়, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হযরত শাহ খাঁকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা অনামিকা কর্মকার, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাসিম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন আহমদ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যদেন মুনতাহা তাবাসসুম চৌধুরী ইলমা। অভিভাবকদের মধ্যে বক্তব্যদেন সাইফুল ইসলাম চৌধুরী।
মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ট্যালেন্টপুলঃ তাসনিম সুমন সাবিহা গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, ফাহমিদা জান্নাত মাঈশা গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, তায়্যিবা আক্তার উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, এহসান সিদ্দিক আলভী গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, সুকান্ত সরকার দক্ষিন জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম গ্রেডঃ মো: নাফিউল ইসলাম গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, ছাদিকা জান্নাত ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: মাহফুজুর রহমান মাহদী গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, বুশরা জামান উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাশেদুল ইসলাম উত্তর জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকরুল ইসলাম মোনায়েম গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুল, তাসকিন হোসেন তাইফ জুড়ী মডেল একাডেমী। ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেডঃ দিব্য পুরকায়স্থ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাসলিমা ইসলাম তানহা ছোটধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাভী আলিন খান উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দিপা পুরকায়স্থ শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহফুজ আহমদ জুড়ী মডেল একাডেমী, ইস্ফা মাহিন আযহা উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপম বিশ্বাস দক্ষিণ সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুনতাহা তাবাসসুম চৌধুরী ইলমা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহান উদ্দিন ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহসিন জান্নাত সরস্বতী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিজিৎ দাশ অভীক আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্তিকা ঋষি উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য, মরহুম আব্দুল আজিম মাষ্টার দীর্ঘদিন উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাতিলাসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক। সমাজ উন্নয়নেও ছিল তার অনেক অবদান। তিনি ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান এবং ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুল আজিম মাষ্টারের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের সদস্যরা বিশেষ করে তাঁর ছেলে আমেরিকা প্রবাসী আব্দুল বাছিত মামুন জুড়ী উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে চালু করেন এ মেধাবৃত্তি প্রকল্প। এবার ষষ্ঠ বারের মতো মেধা বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হলো।
এফআর/অননিউজ