মৌলভীবাজার জেলার জুড়ীতে রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের জীবন-দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা সুনিশ্চিত করার প্রচেষ্টাকে অব্যাহত ও কার্যকরীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৮ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক এবং এস. এম. সি সদস্য-অভিভাবক প্রতিনিধি বৃন্দের অংশগ্রহনে "শিশু সুরক্ষা নীতিমালা, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, মৌলভীবাজারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, একাডেমি সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল। কর্মশালা সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন রুম টু রিডের প্রোগ্রাম অফিসার (জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও) চাঁদনী রায়। এছাড়াও প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা এবং ৮টি বিদ্যালয়ে নিয়োজিত রুম টু রিড এর সোশ্যাল মোবিলাইজারগন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী থানার এসআই মোঃ ফরহাদ মিয়া প্রমুখ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
রুম টু রিড বাংলাদেশ ২০২২ সালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও প্রতিটি মেয়ে শিশু যাতে কমপক্ষে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পন্ন করতে পারে এবং জীবন দক্ষতা শিক্ষার মাধ্যমে জীবনের কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় সেই লক্ষ্যে রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে।
jn