মৌলভীবাজারের জুড়ী উপজেলার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে ৮নং গোয়ালবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ৮নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান সাচ্চু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম বড় সামাজিক উৎসব। এই উৎসব হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি গোয়ালবাড়ি ইউনিয়নসহ দেশের সকল মানুষকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের জীবন হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দময়।”
স্থানীয় জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং আগামীতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।
jn