জুড়ীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু

মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধি।।

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন।

শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহম্মদ জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, বীরমুক্তিযোদ্ধা কূলেশ চন্দ মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, বেলাল হোসাইন, ভূমি অফিসের কর্মকর্তা করমচারী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা।

সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা, তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছ।

এছাড়াও এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হবে। সভাশেষে অতিথিরা উপজেলার কামিনীগঞ্জবাজারে অবস্থিত উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবনে সেবা বুথ পরিদর্শন করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার বলেন, সকল কাজ ডিজিটাল থেকে স্মার্টে রুপান্তরিত হয়েছে। খাজনা দাখিল-খারিজ করতে কোন ভোগান্তি নেই। এসব কাজ এখন ঘরে বসেই সহজে করা যায়। মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো হবে। ভূমি সেবা সপ্তাহ আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ‘আমাদের লক্ষ্য ভূমি কার্যালয়ে মানুষ না গিয়ে যাতে ঘরে বসেই সেবা পায় সে ব্যবস্থা করা। এছাড়া লোকজনের হয়রানী বন্ধে উদ্দ্যোগ নেওয়া। এখন থেকে আরো স্মার্ট হবে ভূমি কার্যালয়ের সকল সেবা।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, ‘বর্তমান সরকার ভূমি সেক্টরকে অনেক আধুনিকায়ন করেছে। এখন আর আগের মতো ভূমির কাগজ নিয়ে তেমন জটিলতা নেই। খাজনা পরিশোধ, নামজারি সবকিছুই এখন অনলাইনে করা যায়। মানুষ ঘরে বসেই স্মার্ট সেবা গ্রহণ করতে পারছেন।’

একে/অননিউজ24

আরো দেখুনঃ