জুড়ীতে সাগরনাল চা-বাগানে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর আয়োজনে সাগরনাল চা-বাগানে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) উপজেলার সাগরনাল চা-বাগান সার্বজনীন পূজা মন্ডপে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিক সহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত প্রায় ৫ শতাধিক রোগীদের মাঝে অনুষ্ঠিত বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল। দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের মাঝে পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় শতাধিক ছানিপড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং দুই শতাধিক এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়।
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল বলেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) সংস্থাটি ১৯৯৯ সালে জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামে প্রতিষ্ঠা লাভ করে বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছে। পাশাপাশি এমআরএ অনুমোদনক্রমে মাইক্রোফিনান্স কর্মসূচি পরিচালনা করছে। গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

আরো দেখুনঃ