মৌলভীবাজারের জুড়ীতে "সীমান্ত সুরক্ষায় বিজিবি'র ভূমিকা, জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিয়ানীবাজার বিজিবি ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে এবং জুড়ী প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।
মতবিনিময় সভায় জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় এবং জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, দছির উদ্দিন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, ফুলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহাগ মিয়া, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, এলবিনটিলা চা বাগানের সহ-ব্যবস্থাপক অঞ্জন তালুকদার, বিরইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, ফুলতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সায়খুল ইসলাম সাদি, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন পান্ডে, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আফজাল হোসেন, জুড়ী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সেলিনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলতলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ জসিম উদ্দিন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ হারুনুর রশিদ, বটুলি চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার এসআই ফরহাদ মিয়া, জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা এলবিনটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সবুজ মিয়া, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, সহকারী শিক্ষিকা নুসরাত সুলতানা মিলি, ব্যবসায়ী শামীম আহমদ, মাহবুবুল আলম রিপন, মইনুল ইসলাম মাখন, জামাল উদ্দিন সেলিম, ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, বর্তমান ইউপি সদস্য শামসুল ইসলাম, আব্দুল জলিল, বিদ্যাসাগর তেলী, মোরশেদ আহমদ, জুলেখা বেগম, মিলন বেগম, অষ্টমী ভূমিজ, ছাত্র প্রতিনিধি আফিফুর রহমান, জুড়ী উপজেলা যুব ফোরামের সদস্য মাধবী গোয়ালা, নিপা রানী দাস, সৌরভ গোয়ালা, মুনমুন কাহার, জুড়ী প্রেসক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সদস্য মোঃ মাহমুদ উদ্দিন, কামরান হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুয়েবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় ফুলতলার বটুলি সীমান্তে বাংলাদেশী মানুষের জন্য ইমিগ্রেশন চালু, মাদক ও চোরাচালান বন্ধ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপন, পাকা রাস্তা নির্মাণ, কাটা তারের বেড়া দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ৷
আই/অননিউজ২৪।।