মৌলভীবাজারের জুড়ীত ১০০ গ্রাম গাঁজাসহরেন্টু বুনার্জি, (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ মঙ্গলবার ( ১০ জানুয়ারি ) রাতে ৯ ঘটিকার সময় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলকুশা চা বাগান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায়, এসআই মহসিন তালুকদার এর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে দিলকুশা চা বাগান এলাকা থেকে আসামি কে গ্রেফতার করে।
আসামি রেন্টু বুনার্জি, পিতা- বিরন বুনার্জী, সাং- দিলকুশা চা বাগান, থানা- জুড়ী, জেলা-মৌলভীবাজার।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহসিন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রেন্টু বুনার্জি আটক করে। এ সময় তার সাথে থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।