জুড়ীর চালবন খেলার মাঠ সংস্কার করলেন এলাকাবাসী ও ছাত্ররা
মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চালবন আমতৈল খেলার মাঠ সংস্কার করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টায় এ কাজ শুরু হয়।
খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে অবহেলিত মাঠটি সংস্কারে এগিয়ে আসেন স্থানীয় তরুণরা ও এলাকার সচেতন নাগরিকরা। স্থানীয় ছাত্র ও ক্রীড়াপ্রেমীরা নিজস্ব উদ্যোগে মাঠ পরিষ্কার, সমতল ও ঝোপঝাড় পরিস্কারসহ বিভিন্ন কাজ করেন।
এলাকাবাসীরা জানান, খেলাধুলার উপযোগী জায়গার অভাবে তরুণ প্রজন্ম দিন দিন মোবাইল-গেমস ও মাদকাসক্তির দিকে ঝুঁকছে। তাই মাঠ সংস্কার করে নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জুড়ী উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক হাজী হেলাল উদ্দিন ও পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মিয়ার একান্ত সহযোগিতায়৷ এ সময় উপস্থিত ছিলেন ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজাদ সেলিম, ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কন মিয়া, চালবন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পংকি মিয়া, চালবন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক লতিফ মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মইনুদ্দিন মজন, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম,নাইম উদ্দিন, জামিল আহমদ, মইন উদ্দিন, ফখরুল আলম,আব্দুস সহিদ,আব্দুল হান্নান, বলাই, সুজয় বৈদ,ইমরুল, আব্দুল্লা, আশরাফুল, ক্রিকেটার শাহিন আহমদ, মামুন আহমদ, সহ স্থানীয় যুব সমাজ, শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তি। সকলে মিলে মাঠটিকে একটি নিয়মিত খেলাধুলার উপযোগী জায়গায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
ই/অননিউজ ২৪