জুড়ী উপজেলার যুবলীগের সহ সভাপতি কে হত্যার হুমকি

মৌলভীবাজার প্রতিনিধি।।
শুক্রবার ( ৩ জুন ) দুপুরে জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ বাদী হয়ে জুড়ী থানা জিডি করেন। জিডির অভিযোগকারী আহমদ কামাল অহিদ জানান, জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের মৃত শ্রীকান্ত রায় চৌধুরী, ছেলে কিশোর রায় চৌধুরী মনি(৫০), তার ব্যক্তিগত মোবাইল ফোনের নাম্বার দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে গত ০২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় বিবাদী কিশোর রায় চৌধুরী মনি তাহার ব্যক্তিগত মোবাইল ০১৭১২৭২৯২২৬ হইতে আমার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১২৭৫১৭৬৭ নাম্বরে ফোন করিয়া হুমকি দিয়া বলে যে, কারেন্ট কিসের জন্য নাই উক্ত বিষয় কে কেন্দ্র করে বিবাদী উত্তেজিত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে আমি বিবাদীকে গালিগালাজ করিতে বাধা প্রদান করিলে তখন বিবাদী আরো ক্ষিপ্ত হইয়া বলে যে, যে কোন সময় যে কোন স্থানে আমাকে পাইলে প্রাণে হত্যা করিবে বলিয়া আমাকে হুমকি প্রদান করে।

এছাড়া আরো জানা যায় মাতাল অবস্থায় প্রতিদিন রাতে জুড়ী উপজেলার কোন না কোন গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে অসৎ আচরন করেন জুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কিশোর রায় চৌধুরী মনি।কিছু দিন পুর্বে নিজ পতিতালয়ে মাতাল অবস্থায় জনতার হাতে আটক হয়ে গনপিটুনির শিকার হোন মনি গতকাল যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ এর সাথে ফোনে একই আচরন করেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় কে নিয়ে কটুক্তি করেন তিনি এতে ক্ষুব্ধ হয়ে দলীয় নেতা কর্মী তার বাসা ঘেরাও করিলে তিনি বাসা থেকে পালিয়ে যান(ভিডিও-২) এ ব্যাপারে থানায় জিডি করেন আহমেদ কামাল অহিদ।উল্লেখ্য ২০১৬ সালে কলেজ শিক্ষার্থী কে ধর্ষণ এর অভিযোগে জেলে যান এই মনি।

বিঃদ্রঃ ছাত্রলীগ এর কোন কর্মী একটু ভূল করলেই সাথে সাথে বিচার হয় বিচার হয় না ঐ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নামধারী ধর্ষক,মাতাল,পতিতালয়ের দালাল,লম্পট নারী লোভিদের। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান বাদীর আবেদনের প্রেক্ষিতে জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ