মৌলভীবাজারের জুড়ীতে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও দুইটি ফেন্সিডিলের বোতল যাহার মধ্যে একটি খালি বোতলসহ মাদক ব্যাবসায়ী কামরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর দিকনির্দেশনায়, এস আই মহসিন তালুকদার এর নেতৃত্বতে একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে তার বসতবাড়ী থেকে রাত ১টা ২০ ঘটিকায় আটক করে (২২/নভেম্বর/২০২২ ইং) পড়ে তার দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ তার সাথে থাকা ২৫ পিছ ইয়াবাসহ এবং আসামীর গোসলখানার ভিতরে ফ্লোরে একটি কালো পলিথিনে থাকা দুইটি ফেন্সিডিলের বোতল যাহার মধ্যে একটি খালিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রতিটি প্লাষ্টিকের বোতলের গায়ের লেভেলে ইংরেজিতে লেখা Phensedyl “R” New,Cough Linctus 100ml,Himachal Pradesh India, ইত্যাদি লিখাআছে। সিজার মৃল্য আনুমানিক ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত টাকা) ইয়াবা ট্যাবলেটের ও এক বোতল ফেন্সিডিল মৃল্য ৫০০/- পাঁচশত টাকা। জানা গেছে দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফ এর ছেলে কামরুল ইসলাম। মাদক ব্যবসায়ী কামরুল দীর্ঘদিন থেকে ভারতী সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে। জুড়ী থানায় মামলা নং ০৬, ২২/১১/২০২২ ইং। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা ৩৬(১)এর টেবিল ১০(ক)/১৪ (ক) রুজু করা হইল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় জুড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে৷ মাদকসহ গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com