মৌলভীবাজার জেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকা থেকে জুড়ী থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজারাম দেসোয়ারা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৪ অক্টোবর সোমবার সন্ধ্যা ০৭:৪৫ মিনিট সময়ে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর বড়ধামাই চা বাগানের রাস্তার প্রবেশ মুখ থেকে গ্রেফতার করা হয়৷ মাদক ব্যবসায়ীকে
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজারাম দেসোয়ারা কে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী রাজারাম দেসোয়ারা পশ্চিমজুড়ী ইউনিয়নের বাসিন্দা মৃত বলরাম দেশোয়ারা এর ছেলে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী রাজারাম দেসোয়ারা বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ১৫ অক্টোবর আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আই/অননিউজ২৪।।