জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ও গরু চুর গ্রেফতার
মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় পুলিশ অভিযান চালিয়ে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ওই ডাকাত কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির পাঁচটি মামলা রয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর দিকনির্দেশনায় এসআই ফরহাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুখ্যাত ডাকাত ও গরু চুর সোহেল মিয়া কে গ্রেফতার করা হয়৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃত আসামির বিরুদ্ধে জুড়ী থানায় একাধিক মামলা আছে এবং সে পেশাদার ডাকাত ও গরু চুর বলে জানা যায়৷ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।