মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও উদ্বেগ। আত্মহত্যা, অকাল মৃত্যু ও বিভিন্ন দুর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং প্রশ্ন উঠছে—কেন থামছে না এই মৃত্যুর ধারাবাহিকতা
সর্বশেষ জুড়ীতে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে বড়লেখা ও আশপাশের এলাকাতেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, মানসিক চাপ, পারিবারিক সংকট, আর্থিক দুরবস্থা ও সামাজিক সচেতনতার অভাব এসব ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
এদিকে প্রশাসন বলছে, প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাজকর্মীরা মনে করছেন, মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক কাউন্সেলিং এবং সামাজিক সচেতনতা জোরদার করা জরুরি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com