প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দারুণ ছন্দে ছিলেন। ঠিকানা বদলেও ছন্দ হারালেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে অভিষেক ম্যাচেই ছড়ালেন দ্যুতি।
অভিষেকে করলেন এক গোল, করালেন একটি। সবমিলিয়ে দারুণভাবে শুরু করলেন নতুন মৌসুম। জুভেন্টাসও পেলো ৩-০ গোলের সহজ জয়।
যদিও জুভদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল সাসুলো। অতিথিরা ম্যাচে শট কিংবা বল দখল-সবদিকেই এগিয়ে ছিল। কিন্তু গোলের দেখা পায়নি। সুযোগ যা কাজে লাগানোর, লাগিয়েছে তুরিনের বুড়িরা।
অভিষেকে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে ডি মারিয়ার অপেক্ষা করতে হয় মাত্র ২৬ মিনিট। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে তাকে দারুণ এক পাসে গোল বানিয়ে দেন ডি মারিয়া।
যদিও আর্জেন্টাইন তারকা ম্যাচটা শেষ করতে পারেননি ভালোভাবে। ৬৬ মিনিটে তাকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।