‘জুলাই কারো বাপের না, যে ভোট চাইতে কেচালে গিয়ে ডাক দেবেন’

অনলাইন ডেস্ক।।

গোপালগঞ্জে বুধবারের জনসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান।

তবে এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে ‘গোপালগঞ্জে আসেন’ এমন অনুরোধ যে রাজনৈতিক অনুরোধ, তা উল্লেখ করার জন্য।

কেননা ওই ডাক জুলাইয়ের নয় বলে মত সিঁথির। এ ছাড়া তিনি জানিয়েছেন, জুলাইয়ের নামে ডাকলেই আর সবাই যাবে না।

ফারজানা সিঁথি নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘যারা ‘সবাই গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন তারা কাদের ডাকলেন এনসিপিকে, নাকি জুলাইয়ে বিপ্লবীদের? আজকে কি জুলাই রিমেইক করতে গেছিলেন নাকি ফাপড়ের রাজনীতি প্রতিষ্ঠায় গেছিলেন? জুলাই বেইচা দল গঠনের মতো। আবার ব্লকেড ডাক দিছেন নাকি! কেন সরকার, প্রশাসন আপনাদের রেস্কিউ করে না?’’

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ