জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ কর্মসুচি পালিত হয়।
শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের রূপগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মোঃ আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমির মোঃ জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারী মোঃ আইয়ুব হোসেন খান, আবুল বাশার, জেলা কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওঃ হাদিউজ্জামান, নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমির জাকির হোসেন প্রমুখ।
বক্তারা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানান।
কর্মসুচিতে জামায়াতে ইসলামের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।