জুলাই বিপ্লবের রক্ত বৃথা যাবে না, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে, কুমিল্লায় দায়িত্বশীল সমাবেশে : কাজী দ্বীন মোহাম্মদ
অননিউজ ডেস্ক

কুমিল্লা মহানগরীর উদ্যোগে গণসংযোগ পক্ষ (১৩-২৭) বাস্তবায়ন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় নিজ কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,
কুমিল্লা মহানগরীর আমীর, জামায়াত মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কাজী দ্বীন মোহাম্মদ।
মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ কামরুজ্জামান সোহেল এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর,বিশিষ্ট সমাজ সেবক ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সহ- সেক্রেটারী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসাইন, এডভোকেট নাছির আহমেদ মোল্লা,দক্ষিণ জেলার অফিস সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান,
মহানগরীর অফিস সম্পাদক ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ শাহাদাত হোসাইন,
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খাঁন মাসুম, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার,
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা রক্ত ও জীবন দিয়ে আমাদের জন্য যে কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন, তার যথাযথ ভূমিকা রাখতে হবে। তাদের ত্যাগ বৃথা যাবে না—এই অঙ্গীকার নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দায়িত্বশীল নেতাকর্মীদের নিবেদিতভাবে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে”
তিনি আরও বলেন, সদর দক্ষিণ উপজেলা সংযোজন হওয়ায় নির্বাচনী এলাকা বৃহৎ আকার ধারণ করেছে। এ বাস্তবতায় নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া বিজয় অর্জন সম্ভব নয়। তাই দায়িত্বশীলদের সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গণসংযোগ পক্ষকে সফল করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন করাই রাজনীতির মূল লক্ষ্য। মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। এজন্য তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান।
JN