নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচের অদ্ভুব আচরণটা ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন পাকিস্তানের বোলাররা, তবে ব্যাটাররা শেষটা রাঙাতে পারেননি। ১১৯ রানেই ভারতকে অলআউট করে দেয় নাসিম-আমির-রউফ ত্রয়ী (মোট ৮ উইকেট), শাহিন আফ্রিদি নেন ১ উইকেট। টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে এটাই ভারতের প্রথম অলআউট হওয়ার নজির। এত ছোট টার্গেট পেয়েও পাকিস্তান মাত্র ১১৩ রান করতে সমর্থ হয়।
এটাকে ব্যর্থতাই বলছেন মাইকেল ভন। যদিও ম্যাচটাকে উপভোগ্য মনে হয়েছে তার। এক্সে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাঝেমধ্যে খারাপ পিচও সেরা ম্যাচ উপহার দিতে পারে, এটা তাদের একটা। পাকিস্তান বিশ্বাস করতে পারে না যে, তারাও জিততে পারে। ব্যাপারটা সহজ।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার সৈয়দ আজমল লিখেছেন, ‘পাকিস্তান হতাশাজনকভাবে শেষ করেছে। বোলিং লাইনআপ ভালোই করেছিল, কিন্তু ব্যাটিং সাইড হতাশাজনক পারফরম্যান্স করেছে। শট সিলেকশন খুব বাজে ছিল। ম্যাচটা পাকিস্তানের জেতার কথা, কিন্তু তারা পারেনি।’
পাকিস্তানকে ১১৩ রানে থামানোর মিশনে ভারতের হয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। হার্দিক পান্ডিয়া ২টি ও আর্শদীপ সিং-অক্ষর প্যাটেল ১টি করে উইকেট শিকার করেন। তাদের প্রশংসা ঝরছে চতুর্দিকে। ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘অবিশ্বাস্য ফল। শেষদিকে বোলিংয়ের চূড়ান্ত প্রদর্শনী।’
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com