স্বাধীনতা সুবর্ণজয়ন্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মাটিভাংগা ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তাব্য দেন জেলা তথ্য অফিসের উপ- পরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আজিজুল রহমান,শিক্ষিকা নন্দীতা নন্দি। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ।
বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
এতে মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।