জামালপুরের মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ মিটিং অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়নের সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের আয়োজনে এই ইন্টারফেইস মিটিংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইন্টারফেইস মিটিং এ বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, এম এন্ড ই অফিসার জহুরুল ইসলাম, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে কৃষকেরা সচেতন হচ্ছেন। এর ফলে কৃষি সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা আরও সুদৃঢ়ভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com