জৈন্তাপুরে পহেলা ফাল্গুন উপলক্ষে উৎসোবের আয়োজন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।।

ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত-প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। সব কিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ-তরুণীদের হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি।দিনটি বর্ণিল সাজ ও আয়োজনের মধ্যে দিয়ে সিলেটের জৈন্তাপুরে আরডিআরএস বাংলাদেশ,আউট অব স্কুলচিলড্রেন এডুকেশন প্রোগ্রাম নানা অনুষ্ঠান মালার আয়োজন করেন।

১৪ ফেব্রুয়ারী দুপুর ২ টায় প্রোগ্রাম সুপারভাইজার মো.দুলাল হোসেন রাজু’র সঞ্চালনায় ও উপজেলা ম্যানেজার মো.শফিউল আলম’র সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ঋতুরাজ বসন্তের আগমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।বিশেষ অথিতি ছিলেন ফুলবাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক দ্যিালয়ের সভাপতি মো.নুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার মো. আলাল উদ্দিন,সুলতানা জাহান এমি,মো.মাসুদ আহমদ,মো.সুমন আল মামুন,শিক্ষিকা সালমা আক্তার, শ্যামলী রাণী দাস, তুলি আক্তারসহ আরো অনেকেই।

উল্লেখ্য বাংলা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনায় পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস একদিনেই উদযাপান করেছে উৎসবপ্রিয় তরুণ-তরুণীরা। এ উৎসবটির একটি ঐতিয্যময় ইতিহাস রয়েছে ১৫৮৫ সালে মোগল সম্্রাট আকবর ১৪ টি উৎসবের প্রবর্তন করেছিলেন এর মধ্যে অন্যতম বসন্ত উৎসব।

আরো দেখুনঃ