২২ নভেম্বর সোমবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডস্থিত শংকরমঠ ও মিশন প্রাঙ্গণে শঙ্করমঠ ও মিশনের চতুর্থ আচার্য গীতাপ্রজ্ঞা ভাস্বর ১০৮ পরমহংস শ্রী শ্রী মৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১১৩তম শুভ আবির্ভাব দিবস।
তদুপলক্ষে ব্রাহ্মমুহূর্ত হতে যথাক্রমে মঙ্গলরতি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তন শেষে উষালগ্নে পবিত্র বেদ ও উপনিষদ পাঠ এবং বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও শ্রী শ্রী স্বয়মভুনাথ মন্দির পরিক্রমা শেষে শ্রী শ্রী চণ্ডীপাঠ ও শ্রী শ্রী গুরুপূজা এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতাহিমাদ্রী মহর্ষি স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজ বিষয়ক সনাতন ধর্ম মহাসম্মেলন শেষে সন্ধ্যায় সন্ধ্যারতি ও প্রার্থনা এবং দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
সবশেষে গীতি আলেখ্য ও সংগীতাঞ্জলির পর "কবিগান"। সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন- শঙ্কর মঠাধীশ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এর পরদিন ২৩ নভেম্বর মঙ্গলবার সাধু-সন্ত-মহাত্মা মহারাজবৃন্দের প্রাণময় উদ্যোগে গুরুমহারাজ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গুরুপূজা, শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও আলোচনা সভা।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com