জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গুচ্ছগ্রামের মোড়ে ইজিবাইক চালকের গলাকেটে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয় পরে সেখানে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃত ইজিবাইক চালক হলেন সদর উপজেলার খাস পাহানদা গ্রামের নিলু ফকিরের ছেলে শরিফুল ইসলাম (৩০) স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ৯ ইজিবাইক নিয়ে শরিফুল বের হয়, রাত ১০ টার পরেও বাড়িতে ফিরেনা তার ব্যবহৃত মোবাইল ফোন ও বন্ধ পায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ঘটনাস্থল গিয়ে একজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে খুব অল্প সময়ের মধ্যে দুষ্কৃতকারী আইনের আওতায় আনতে সক্ষম হব।
আয়েশা আক্তার/অননিউজ24