জয়পুরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দরিদ্র ১৫ জন নারীর মাঝে উপজেলা নারী ফোরামের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে তাদের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নারী ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, উপজেলা প্রকৌশলী আবদুল মোবারক হোসেন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাবিনা চৌধুরী।