জয়পুরহাটে পুলিশের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ

সুলতান মাহমুদ, জয়পুরহাট।।

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৫২ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার পাঞ্জাবী, লুঙ্গী, শাড়ী এবং কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক বিতরণ করের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে পুলিশ লাইনস্ ড্রিলশেডে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোসফেকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের উপস্থিতিতে,প্রধান অতিথি পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

তার বক্তব্যে বলেন, ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পুলিশের সহিত অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রন ও মাদক নির্মূলে গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশকে সহায়তা করে আসছে।আপনারা সব সময় অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রন ও মাদক নির্মূলে সব সময় থানার অফিসার ইনচার্জ, বিট অফিসারদের সহিত যোগাযোগ রাখবেন এবং অপরাধ নিয়ন্ত্রনের লক্ষ্যে তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।

আরো দেখুনঃ