জয়পুরহাট সদর উপজেলা থেকে পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধলাহারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াতৈর পশ্চিম পাড়ার মৃত রাজ্জাকের ছেলে সাগর(২৭), সামস উদ্দীনের ছেলে মতিবুল(৪৫)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান ও এসআই ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। উক্ত ২ নং আসামির বিরুদ্ধে পূর্বের একটি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।