জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে দশ কেজি পঞ্চাশ গ্রাম শুকনা গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবারে রাতে জেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া কাচারী পাড়া এলাকায় পাকা রাস্তার উপর থেকে পাঁচ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ তিন জন মাদক ব্যবসায়ী ও অপরদিকে ওই রাতেই জেলার আয়মা রসুলপুর পশ্চিম মানিক গ্রামের মাদক কারবারি মাবুদের বসতবাড়ীতে আরো পাঁচ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মোট ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবির পশ্চিম বীরনগর (কুটার বিল) গ্রামের তফছের আলীর ছেলে মাহাবুব আলম (৩০), একই এলাকার সিতা গ্রামের আবু ছালাম মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩৫), পূর্ব বালিঘাটা গ্রামের বেলাল চৌধুরীর
ছেলে বাঁধন চৌধুরী (২৩), পূর্ব বালিঘাটা বাজার মহাজের কলোনীর আমির হোসেনের ছেলে জাহিদ হাসান (২৫), সুলতানপুর গ্রামের হারুন মন্ডলের নুরুজ্জামান মন্ডল ওরফে বাবু (৩০) এবং পশ্চিম মানিক শেষ মাথা নানার বাড়ীর বাসিন্দা মৃত মোকছেদ আলী মন্ডল ছেলে মাবুদ (৩৫) বলে জানা গেছে।
জয়পুহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাহিদ হাসানের বিরুদ্ধে তিনটি মাদক ও একটি জুয়া এবং মাহাবুব আলমের বিরুদ্ধে একটি দ্রুত বিচার, একটি বিশেষ ক্ষমতা ও একটি পেনাল কোড আইনে মামলা রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।