জয়পুরহাট ৪ বছরের শিশু কন্যা সন্তান হেয়া পালকে মোবাইলের চার্জার এর তার গলায় পেচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন তার মা মৌমিতা(৩০)
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল প্রায় ১০ টায় পৌর এলাকার বারিধারার এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরা গুহাইল গ্রামের বাসিন্দা শ্রী নয়ন পাল, জয়পুরহাট পাঁচবিবি শাখায় সোনালী ব্যাংকে চাকুরির সুবাদে স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এডভোকেট সন্দ্বীপের বাসার ৩য় তলায়।
নয়ন পাল প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার পর পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি ঘটায় তার স্ত্রী মৌমিতা। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মৌমিতা থানায় এসে তার ৪ বসরের কন্যা শিশুকে হত্যার বিষয়টি জানালে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি এবং আসামি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ।।