জয়পুরহাটে ৪৮ পিস ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বেলা প্রায় ১১ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দোঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ওই উপজেলার দক্ষিণ রাম ভদ্রপুর গ্রামের মৃত দেন্তল্লা মন্তলের ছেলে হাসান মন্ডল (৫০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার রুহ- ফি-তাহমিন তৌকির এক প্রেস রিলিজে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় উত্ত মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি তার নিকট সরবরাহ করে আসছিল, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে পাঁচবিবি থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24