জয়পুরহাট জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে জয়পুরহাট জেলা বাসটার্মিন চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক মেয়র জয়পুরহাট পৌরসভার।
আরো উপস্থিত ছিলেন আনিছুর রহমান লিটন সভাপতি জেলা বাস-মিনি বাস মালিক গ্রুপ, আবদুল মতিন সাধারণ সম্পাদক জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশ, মিজানুর রহমান সহকারী পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী, গোলাম মোস্তফা শ্রম কল্যান সংগঠন বিভাগীয় কমিটি রাজশাহীসহ অনেকেই।
অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক রিপোর্ট পেশ আগামী ত্রি-বার্ষিক নির্বাচন সম্পর্কে আলোচনা করেন এবং ইউনিয়নের মৃত সদস্য পরিবার ৪০ জনকে পয়ত্রিশ হাজার ও ৩৬ জনকে পাঁচ হাজার করে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মোটর মটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন।
সাধারণ সভায় জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক অংশ নেয়।