একটি গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩,'র একটি মাদক বিরোধী অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে ৪ হাজার ৯ শ ৫০ পিচ ইয়াবা টেবলেটসহ ইউসুফ আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
৩১ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইউসুফ সাগরপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেইনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফ ইয়াবা টেবলেট সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জায়গায় মাদকসেবী ও কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল।
আসামির বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানার একটি মামলা প্রক্রিয়াধীন।
আয়েশা আক্তার/অননিউজ24