রাজস্ব খাতের অর্থায়নে উফশী আউশ প্রর্দশণী(ব্রিধান-৮২) এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজারের মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক, বরিশাল অঞ্চল, মোঃ তাওফিকুল আলম , বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক ,ডিএই ঝালকাঠি, মোঃ ফজলুল হক, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রিফাত সিকদার, এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার খাদিজা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, তনিকা রানী বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফনীভূষন ঢালী, সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ শতাধিক কৃষক কৃষানী মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
কৃষকরা নতুন জাত আবাদে আশাবাদ ব্যক্ত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24