আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উৎযাপন উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এবছরের প্রতিপাদ্য নারী নির্যাতন বন্ধ করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে। মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আসমা সিদ্দিকী, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত ও বেসরকারি সংস্থা সাইডোর পরিচালক সৈয়দ হোসেন আহমেদ কামাল। মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা এবং নারী সদস্যরা মানববন্ধনে অংশগ্রহন করেন।