ঝালকাঠি সদর উপজেলা সাচিলাপুর আবাসন প্রকল্পে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত সোলার লাইট ট্রাপ প্রর্দশণী এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক, মোঃ ফজলুল হক।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রিফাত সিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার খাদিজা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, তনিকা রানী বিশ্বাস, সংশ্লিষ্ঠ ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
মাঠদিবসে এলাকার দেড় শতাধিক কৃষক কৃষানী উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে আলোক ফাদের উপকারিতা ও গুনাগুন বিষয়ে অতিথিবৃন্দ বিষদ আলোচনা করেন।
ঝালকাঠিতে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।