“পাবো অপরিসীম সম্মান, করিলে স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানে ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি উপজেলা শাখার আয়োজনে ও ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ এপ্রিল’২২ সকাল ১০ টা থেকে ১:৩০ মিনিট পর্যন্ত নলছিটির সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ৪নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, শিক্ষক বাহার হোসেন, উপদেষ্টা শাহাদাত ফকির, আক্তার হোসেন ও খলিলুর রহমান ইমাম।
এসময় ইয়ুথ অ্যাকশন সোসাইটি – ইয়াসের কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি শাখার সভাপতি ফারদিন তালুকদার, সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুক, ইয়াস ব্লাড ব্যাংকের সাবেক আহ্বায়ক রনি চন্দ্র, ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি উপজেলা শাখার সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক খান আলভি। ইয়াস ব্লাড ব্যাংক, নলছিটি শাখার সহ-সভাপতি সুমি আক্তার, প্রচার সম্পাদক মাহিয়ান মুরাদ, নারী বিষয়ক সম্পাদক সাথী আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জালাল, সদস্য বৃষ্টি আক্তার, সদস্য জাহিদ সিকদার, হৃদয় তালুকদার, ইব্রাহিম খলিল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্লাড নির্ণয়ে ছিলেন ইয়াস ব্লাড ব্যাংকের সুমাইয়া রহমান সেতু, ফারদিন তালুকদার, মাসুদুর রহমান মাসুক, রনি চন্দ্র সহ ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি শাখার অন্যান্য সদস্যরা।