ঝালকাঠিতে কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ইন্টার জেনারেশনাল ডায়ালগ

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রজনন স্বাস্থ্য সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ইন্টার জেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইয়েস বাংলাদেশ এর আয়োজন করেছে।

রবিবার সকাল ১১টায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক ভালান্টিয়ারস নয়ন তালুকদার। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, তরুণ উদ্যোগতা মোহাবী হাসান ইমরান। অনুদের মধ্যে আলোচনা করেন সুমনা তালুকদার বিথি শর্মা বণিক। অনুষ্ঠানে ২৪জন কিশোর কিশোরী অংশগ্রহন করেছে। বাল্য বিবাহ প্রতিরোধের কৌশল, কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন সময়ে করানীয় ও নারীর প্রতি সহিংসতা রোধ এবং জেন্ডার বৈষম্য বিষয়ে আলোচনা করা হয়েছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ