ঝালকাঠিতে কিশোর কিশোরীদের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি শিশু একাডেমী মিলনায়তনে দু’দিন ব্যাপি কিশোর কিশোরীদের সাংবাদিকতা বিষয় প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার বিকেল ৫টায় সমাপনি অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন এবং শুক্রবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছিলেন। সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসকাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সহসভাপতি মানিক রায়, এছাড়াও হ্যালো বিডি ডটকম এর সহকারী সম্পাদক সৈদয়রা মৌ জান্নাত বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন হ্যালো ডটকম ঝালকাঠির প্রতিনিধি পলাশ রায়। ইউনিসেফের উদ্যোগে হ্যালো ডটকম২৪ এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত ২০জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেছে। সমাপনি অনুষ্ঠানে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়েছে।
সাইফুল সুমন/অননিউজ24