ঝালকাঠিতে আবহাওয়া তথ্য পদ্ধতির উন্নতকরন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়িতে প্রশিক্ষনে ৩০জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেছে। জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোসাঃ খাদিজা প্রশিক্ষন পরিচালনা করেন।
এই প্রশিক্ষনে জলবায়ু পরিবর্তনের ধারায় পরিবর্তিত আবহাওয়ার সাথে সমন্বয় রেখে চ্যালেঞ্জের মুখে থাকা কৃষি উৎপাদন সচল রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে এবং কৃষকদেরকে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে কৃষকের ক্ষতি ও ঝুকি এড়িয়ে চাষাবাদ করে লাভবান করার বিষয়ে ধারণা দেয়া হয়েছে।