ঝালকাঠিতে খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকারের বাস্তবায়নের দাবিতে খাদ্য অধিকার বাংলাদেশের উদ্যেগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে সাধারন সম্পাদক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল, তন্ময় চন্দ অভি, জাকির হোসেন দুলাল, খুরশীদ জাহান ও সাথী খানম বক্তব্য রাখেন । জীবন ও জীবিকার অধিকার নিশ্চয়তা বিধানের লক্ষ্যে খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকারের বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।