ঝালকাঠি সদর বিকনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
বিকনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন - এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ ইমাম। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সঞ্চালনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপন।
আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, জাতীয় চার নেতার অবদান ও মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার জন্য মুজিবনগর সরকারের অনবদ্য ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও আলোচনা সভা শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে “মুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।