ঝালকাঠিতে বর্তমান সরকারের প্রবর্তন করা ডিজিটাল বাংলাদেশ এর ১০ বছর পেরিয়ে ১১তম বছরে পর্দাপন করেছে। এই উপলক্ষে ঝালকাঠির জেলা প্রশাসন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জোহর আলী। এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, এনডিসির আহমেদ হাসান সহ জেলা প্রশাসন, সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের প্রভাইডার গন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো: জোহর আলী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতা নিয়ে ডিজিটাল বাংলাদেশের সূচনা করিছিলেন এবং সেই সময়ে এক শ্রেনীর লোক প্রধানমন্ত্রীর এই উদ্যেগকে সমালোচনা করেছিলেন। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশের এই ভাবনা বাস্তবে বাংলাদেশকে অনেক উপরে তুলে এনেছে। এই দশ বছরে বাংলাদেশের ডিজিটালাইজেশনের যে অগ্রগতি হয়েছে তা অনেক দেশেই এত দ্রুততার সাথে অগ্রগতি করতে পারেনি। এখন প্রমানিত হচ্ছে সেদিন যে দূরদর্শিতা দেখিয়েছিলেন, আজ তার সুবিধা দেশের মানুষ ব্যবহার করে নিজেদেরকে সমৃদ্ধ করেছে এবং দেশও উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে চলছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।