ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শেখ রাসেলের ৫৭ তম জন্ম দিবসে শিশু-কিশোরদের মাঝে তাল গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে তাল গাছের চারা বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মিঠু সিকদার, ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাল গাছের চারা রোপন করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।