ঝালকাঠিতে জেলা পর্যায়ে মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেছেন। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আশ্রাফুল হক, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু এবং নেজারত ডেপুটি কালেক্টর বশির গাজীসহ উৎসুক জনতা মহড়া উপভোগ করেন। ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল ফায়াস ফায়ার ফাইটারা উচু ভবন থেকে আটকে পরা মানুষ, আগুনে আটকে পরা মানুষ, ঘর, গ্যাস সিলিন্ডারের আগুনসহ ভিবিন্ন ধরণে আগুন নির্বাপনের কলাকৌশল প্রদর্শন করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24