ঝালকাঠিতে দ্বিতীয় পর্যায়ে ৫৪,৫৭৬কে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে

কাজী খলিলুর রহমান ঝালকাঠি।।

ঝালকাঠি জেলায় টিসিভির পণ্য বিক্রির দ্বিতীয় পর্যায় ছোলা বুট সংযোজন করে ৪টি পণ্য কার্ডধারীদের মধ্যে বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে ৪ হাজার ৩২০টি পরিবারকে সয়াবিন তেল, চিনি, ডাল ও ছোলা বুট বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবার প্রথম পর্যায়ের মতো ২ কেজি চিনি, ২ কেজি ঢাল ও ২লি. সয়াবিন ও ২ কেজি ছোলাবুট দেয়া হচ্ছে। প্রথম বারে জেলায় ৫৪ হাজার ৫৭৬টি পরিবারকে টিসিবির পণ্য বিতরণ শেষ করে রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের অনুরূপ সংক্ষক পরিবারকে একই পণ্য প্রদান করা হচ্ছে।

জেলায় ৪১জন ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১৫ হাজার ৮০৮জন, নলছিটি উপজেলা ২১ হাজার ৭৬৫জন, রাজাপুর উপজেলায় ৯হাজর ৫২২জন ও কাঠালিয় উপজেলায় ৭৪৫৫জন উপকারভোগী এই পণ্য ক্রয় করতে পারবে।

আরো দেখুনঃ