ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. জোহর আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেন ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে ভাগ করে সুপারিশমালা তৈরি করা হয়। সুপারিশমালা থেকে ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আইনের বাস্তবায়ন, বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক প্লেস ধূমপান মুক্ত রাখা, তামাক বিরোধী প্রচারণা ও বিজ্ঞাপন বন্ধ করাসহ সচেতনতামূলক নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।