ঝালকাঠিতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে ১০২জন পিছিয়ে পড়া শিশুকে রঙিন ছাতা উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শহীদ মিনার চত্বরে ছাতা বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। দানশীল ব্যবসায়ী ছবির হোসেন ব্যক্তিগত অর্থায়নে এর আয়োজন করেন।
এসময় সুশীল সমাজের ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। ছবির হোসেন জানান, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমাদের মাথার উপর বটবৃক্ষের মতোই অবস্থান করে সবসময় ছায়া দিয়ে নিজে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে কারাবরণ করেছেন বহুবার। তবুও তিনি আমাদের ছায়া দেয়া থেকে বিরত হননি।
তাই বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ১০২জন পিছিয়ে পড়া শিশুকে রঙিন ছাতা উপহার দেয়া হয়েছে। বঙ্গবন্ধু আমাদের যেমন ছায়া দিয়েছেন, তেমনি শিশুরাও যেন রোদের তাপ - বৃষ্টিতে স্কুলে যেতে পারেন তাই ছাতা দেয়া হয়েছে।