ঝালকাঠিতে জ্বালানি তেল, গ্যাস পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার সকাল ১১টায় শহরের ইউসুফ আলী কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বক্তারা জ্বালানি তেল ও পরিবহনের দাম কমানোর পাশাপাশি নিত্যপ্রয়োজীয় দ্রব্যের ঊর্ধ্বগতির তীব্র সমালোনা করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।