ঝালকাঠিতে বিশ্ব স্বাস্থ্য দিবস র্যলি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে শেষ হয়। সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ তাপস তালুকদার ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন।