ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সূর্যসন্তান পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
বুধবার দুপুর ২টায় ঝালকাঠি পুলিশ লাইনসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৩৬জন পুলিশ মুক্তিযোদ্ধা ও পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশ অতিরিক্ত ডিআইজি এ এক এম এহ্সান উল্লাহ্।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি অফিস পুলিশ সুপার নুরুল আমীন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, বীর শাহ আলম তালুকদার। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে এ সংবর্ধনার আয়োজন করে জেলা পুলিশ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।